ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বিশ্বকাপ জয়ী কোচ নিয়োগ দিলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:১৭, ২৮ এপ্রিল ২০২৪
বিশ্বকাপ জয়ী কোচ নিয়োগ দিলো পাকিস্তান

ভারতকে ২০১১ সালে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান। সাদা বলের ক্রিকেটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে লাল বলের (টেস্ট) ক্রিকেটের জন্য জ্যাসন গিলেস্পিকে নিয়োগ দিয়েছে তারা। আজ রোববার পিসিবি প্রধান মোহসীন নাকভি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন।

দুই বছরের জন্য এই দুই কোচকে নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ থেকেই কাজ শুরু করবেন তারা দুজন।

মে মাসের শেষদিকে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। সেই সফর থেকেই কাজ শুরু করবেন কার্স্টেন। এরপর দলকে নিয়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে।

আরো পড়ুন:

গিলেস্পি অবশ্য আগস্টের আগে দায়িত্ব পালন করতে পারবেন না। ওই মাসে পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে। সে সময় দায়িত্ব শুরু করবেন তিনি।

এর বাইরে আজহার মাহমুদকে তিন ফরম্যাটেরই সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দুই কোচ ও জাতীয় দলকে সহযোগিতা করবেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়