বাংলাদেশকে ১৪৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়লো ভারত
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪৬ রানের চ্যালেঞ্জ দিয়েছে ভারত জাতীয় নারী ক্রিকেট দল।
রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান করে হারমানপ্রীত কৌরর দল।
ইনিংসের তৃতীয় ওভারে স্মৃতি মান্দানা (৯) ফিরলেও ভারত দ্রুত ঘুরে দাঁড়ায়। নতুন ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়াকে নিয়ে প্রতিরোরোধ গড়েন শেফালি ভার্মা।
শেফালি ৩১ রানে ফিরলে ভাঙে জুটি। মাত্র ২২ বলে ৩১ রান করেন তিনি। এবার ইয়াস্তিকার সঙ্গী হন হারমানপ্রীত। দুজনে ৪৫ রানের জুটি গড়েন। তাতে ২২ বলে ৩০ রান করেন ভারত অধিনায়ক।
হারমানপ্রীতের আউটের পর সর্বোচ্চ ৩৬ রান করা ইয়াস্তিকা ভাটিয়াও ফিরে যান। এ ছাড়া রিচা ঘোষ ২৩, সাজিবান সানজানা ১১ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবেয়া খান। এ ছাড়া দুটি করে উইকেট নেন মারুফা আক্তার। ১টি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা ও ফাহিমা খাতুন।
রিয়াদ/আমিনুল