‘শুনেছি, তামিম সামনের বছর থেকে খেলবে’
তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন তা নিয়ে আলোচনা যেন থামেই না। আদৌ ফিরবেন কিনা তাও নিশ্চিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও তামিমের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও। কিন্তু কোনো সিদ্ধান্তই জানাতে পারেনি কেউ।
অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিমের আলোচনায় বসা এখনও হয়নি। সেই আলোচনাতে সিদ্ধান্ত আসবে এমনটাই আশা করা যাচ্ছে। কবে হবে সেই আলোচনা? নাজমুল হাসান সোমবারও আশার কোনো কথা শোনাতে পারলেন না।
সাভারে এক অনুষ্ঠানে যোগদান শেষে বেরিয়ে বিসিবি সভাপতি গণমাধ্যমে বলেছেন, ‘শেষ ওর (তামিম) সঙ্গে যখন কথা হয়েছিল, তখন কথা ছিল, ও প্রথমে জালাল ইউনুস, অপারেশন্স হেড এবং পরে সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে। তারপর আমার সঙ্গে বসবে। উনাদের সঙ্গে বসেছে। আমার সঙ্গে এখন বসবে।’
বিসিবির দুই পরিচালকের সঙ্গে আলোচনায় বসে তামিম নিজের অবস্থান ও পরিকল্পনা জানিয়েছেন বলে খবর রয়েছে। অধিনায়ক শান্তকেও নিজের পরিকল্পনা জানিয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করে নাজমুল হাসানও কিছু জেনেছেন। কি জেনেছেন জানতে চাইলে বোর্ড প্রধান বলেছেন, ‘আমি যেটা শুনেছি, যদিও ওর থেকে শোনার আগে কমেন্ট করা উচিৎ না। যেটা শুনেছি, ও সামনের বছর থেকে খেলবে।’
এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য। চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ এবার আইপিএল খেলছেন। পহেলা মে ম্যাচ শেষে দেশে ফিরবেন বাঁহাতি পেসার। তাকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানোর জন্য আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনায় প্রবল সমালোনা হচ্ছে বোর্ডের। বিশ্বকাপের আগে বিশ্বমানের একটি প্রতিযোগিতায় খেললে আরো লাভবান হওয়ার সুযোগ থাকত এমন কথাও বলছেন অনেকে। কিন্তু বোর্ডের ভাবনা পরিস্কার, বিশ্বকাপের আগে মোস্তাফিজের কাজের চাপ কমাতে চায়। এজন্য তাকে ফিরিয়ে আনছে।
নাজমুল হাসান পাপন মোস্তাফিজকে নিয়ে এক বাক্যে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন, ‘আইপিএল লাভবান হতো কিন্তু আমরা কিভাবে লাভবান হবো?’
ইয়াসিন/আমিনুল