ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সর্বোচ্চ উইকেট, তবুও কেন পার্পল ক্যাপ পেলেন না মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:১৮, ২৯ এপ্রিল ২০২৪
সর্বোচ্চ উইকেট, তবুও কেন পার্পল ক্যাপ পেলেন না মোস্তাফিজ

আইপিএলের এবারের আসরে মোস্তাফিজুর রহমানের যাত্রাটা শুরু হয়েছিল দারুণভাবে। দখল করেছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির স্মারক পার্পল ক্যাপ। কিন্তু মাঝের বাজে পারফর্ম্যান্স করে সেই ক্যাপ হারাতে হয় বাংলাদেশি পেসারকে। যদিও সবশেষ ম্যাচেই দারুণ বোলিং করে আবারও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে চলে এসেছেন মোস্তাফিজ। তবে পাননি পার্পল ক্যাপ। কিন্তু কেন?

রোববার (২৮ এপ্রিল) সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দারুণ বোলিং করে ২ উইকেট তুলে নেন মোস্তাফিজ। তাতে আসরে ৮ ম্যাচে তার উইকেট সংখ্যা হলো ১৪টি। মোস্তাফিজের সমান ১৪টি করে উইকেট আছে মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরা এবং পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলের। তবে পার্পল ক্যাপ বুমরাহর।

আরো পড়ুন:

এক ম্যাচ বেশি খেলেও কেন বুমরাহর দখলে ক্যাপ? প্রশ্নটা এখানে হলেও নিয়মটা অবশ্য একদম স্বচ্ছ। আইপিএলের নিয়ম হলো, একাধিক বোলার সমান উইকেট পেলে শীর্ষস্থান নির্ধারণের ক্ষেত্রে ইকোনমি বিবেচনা করা হয় অর্থাৎ ওভারপ্রতি কে কেমন রান দিয়েছেন। এখানেই পিছিয়ে পড়েছেন মোস্তাফিজ।

বুমরা এখন পর্যন্ত ৩৬ ওভার বল করে দিয়েছেন ২৩৯ রান, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৬৩ করে। আর মোস্তাফিজ ৩০.২ ওভারে ২৯৬ রান দিয়েছেন, ৯.৭৫ ইকোনমিতে। তিনে আছেন হার্শাল। মোস্তাফিজের সামনে অবশ্য সুযোগ থাকছে পরের ম্যাচেই শীর্ষে ওঠার। ১ মে চেন্নাই-পাঞ্জাব ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনাই বেশি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়