ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নিষ্প্রভ এমবাপে, পিএসজিকে হারিয়ে এগিয়ে গেল বরুশিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২ মে ২০২৪   আপডেট: ১০:০৫, ২ মে ২০২৪
নিষ্প্রভ এমবাপে, পিএসজিকে হারিয়ে এগিয়ে গেল বরুশিয়া

কিলিয়ান এমবাপেকে আটকে রাখতে পারলে কতটা সুফল মেলে সেটা আরেকবার দেখা গেল। নিজেদের ঘরের মাঠে সেই কাজটাই করলো বরুশিয়া ডর্টমুন্ড। তাতে প্রথমার্ধে পাওয়া একমাত্র গোলেই চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মান দলটি। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে তাদের জয় ১-০ গোলের ব্যবধানে।

বুধবার (১ মার্চ) রাতে সিগনাল এদুনা পার্কে সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচের একমাত্র গোলটি করেন নিকোলাস ফুলক্রুগ। প্রথমার্ধে চমৎকার ফিনিশিংয়ে গোলটি জার্মান তারকা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে যেতে থাকে ডর্টমুন্ড। চতুর্দশ মিনিটে প্রথম আক্রমণ শাণায় জার্মান ক্লাবটি। তবে মার্সেল সাবিৎজার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

আরো পড়ুন:

তবে হতাশ না হয়ে একের পর এক আক্রমণ করে যেতে থাকে বরুশিয়া। এর জেরেই ৩৬তম মিনিটে এগিয়ে যায় তারা। নিকো শ্লটারবেক উঁচু করে বল বাড়ান সামনের দিকে। অফসাইডের ফাঁদ এড়িয়ে প্রথম স্পর্শে বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দোন্নারুম্মাকে পরাস্ত করেন ফুলক্রুগ।

প্রথমার্ধে অনেকটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিজেদের মেলে ধরে পিএসজি। ৪৮তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে তারা। বারকোলার সেই শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৫১তম মিনিটে পিএসজি ভাগ্য আটকে যায় পোস্টে। পরপর দুটি শট নিয়েছিলেন এমবাপে ও আশরাফ হাকিমি। দুটোই আটকে যায় পোস্টে।

৬০তম মিনিটে সুযোগ মিস করেন ফুলক্রুগ। ৭২তম মিনিটে আরেকটি সুযোগ পেয়েও হেলায় হারান দেম্বেলে। ৮০তম মিনিটে তার আরেকটি শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর বাকি অংশে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর গোলের দেখা পায়নি কেউ।

আগামী মঙ্গলবার পিএসজির ঘরের মাঠে ফিরতি লেগে নামবে দুই দল। ঘরের মাঠেই ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে আসরের পথচলা শুরু করেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়