ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

নেপালের চমকহীন বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২ মে ২০২৪  
নেপালের চমকহীন বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল। দলে নেই কোনো চমক। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি সিরিজ ও তার আগে শেষ হওয়া এসিসি প্রিমিয়ার কাপে যারা ভালো করেছেন প্রত্যাশিতভাবে তারাই জায়গা পেয়েছেন দলে।

বিশ্বকাপে নেপাল দলকে নেতৃত্ব দিবেন যথারীতি রোহিত পাউডেল। যিনি উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দারুণ ছন্দে আছেন। প্রথম ম্যাচে করেছেন সেঞ্চুরি (১১২), পরের ম্যাচে অপরাজিত ৭১ এবং তৃতীয় ম্যাচে করেছেন ৮২ রান।

অভিজ্ঞ নেপাল দলে আছেন আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, স্পিনার ললিত রাজবংশী, করণ কেসি, ২০১৪ সালে অভিষেক হওয়া সোমপাল কামিসহ অন্যান্যরা। দলে আছেন গেল মাসে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আইরিও। তরুণদের মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা গুলশান ঝা ও প্রতিস জিসি সুযোগ পেয়েছেন দলে।

আরো পড়ুন:

বিশ্বকাপে নেপাল আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দল। ডালাসে ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচ দিয়ে নেপালের বিশ্বকাপ মিশন শুরু হবে।

নেপালের বিশ্বকাপ স্কোয়াড:
রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সুনদীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল ও কমল সিং আইরি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়