ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হেড-নিতিশ-ক্লাসেনের ব্যাটে হায়দরাবাদের বড় সংগ্রহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২ মে ২০২৪  
হেড-নিতিশ-ক্লাসেনের ব্যাটে হায়দরাবাদের বড় সংগ্রহ

টেবিল টপার রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (০২ মে, ২০২৪) রাতে হায়দরাবাদ আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০১ রান করেছে। জিততে রাজস্থানকে করতে হবে ২০২ রান।

এদিন ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মা ও অনমোলপ্রিত সিংয়ের উইকেট হারায় হায়দরাবাদ। দলীয় ২৫ রানের সময় অভিষেক (১২) ও ৩৫ রানের সময় অনমোলপ্রিত (৫) আউট হন।

সেখান থেকে ট্র্যাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডি ৫৭ বলে ৯৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়েন। দলীয় ১৩১ রানের মাথায় হেড ফেরেন ফিফটি করে। ৪৪ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে যান তিনি।

আরো পড়ুন:

এরপর ঝড় তোলেন নিতিশ ও হেনরিক ক্লাসেন। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে ৭০ রান তুলে দলীয় সংগ্রহ ২০১ পর্যন্ত নিয়ে যান। নিতিশ ৪২ বলে ৩টি চার ও ৮ ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে মাত্র ১৯ বলে ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন।

বল হাতে রাজস্থানের আবেশ খান ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট নেন। সন্দীপ শর্মা ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ১টি উইকেট।

রাজস্থান আজ জিতলে প্লে’অফে এক পা দিয়ে ফেলবে। আর হায়দরাবাদ জিতলে ঢুকে পড়বে শীর্ষ চারে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়