ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ছক্কার রেকর্ড গড়া জাকিরের সেঞ্চুরিতে তামিমদের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ৩ মে ২০২৪   আপডেট: ২০:০৭, ৩ মে ২০২৪
ছক্কার রেকর্ড গড়া জাকিরের সেঞ্চুরিতে তামিমদের বড় জয়

এক ইনিংসেই ১২ ছক্কা। প্রাইম ব্যাংকের জাকির হাসানের আগে এর চেয়ে বেশি ছয় হাকানোর কীর্তি আছে সৌম্য সরকারের। ২০১৯ সালে সৌম্য হাঁকিয়েছেন ১৬টি ছয়। এবার যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১২টি ছয় হাঁকিয়ে সেঞ্চুরি করেন জাকির হাসান।

ছয়ের রেকর্ড গড়া জাকিরের ক্যারিয়ার সেরা লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে ভর করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে বড় জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শাইনপুকুরের অমিত সেঞ্চুরি করলেও সতীর্থদের ব্যর্থতায় দল হারে বড় ব্যবধানে।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩৪১ রান তোলে প্রাইম ব্যাংক। তাড়া করতে নেমে শাইনপুকুর ২৩০ রানের বেশি করতে পারেনি। সুপার লিগের তৃতীয় রাউন্ডে শুক্রবার (০৩ মে, ২০২৪) ১১১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবালরা। সুপার লিগে প্রাইমের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে শাইনপুকুরের এটি তৃতীয় হার।

আরো পড়ুন:

জাকির ১৩২ বলে করেন সর্বোচ্চ ১৫৮ রান। ইনিংসটি সাজানো ছিল ১২টি ছয় ও ৮টি চারে। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে জাকিরের চতুর্থ সেঞ্চুরি। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। 

ফিফটি করেন মোহাম্মদ মিথুন। তার ব্যাট থেকে আসে ৫৪ বলে ৫৭ রান। এ ছাড়া শাহাদাত হোসেন দিপু ৩৭, সাব্বির রহমান ৪০ রান করেন মাত্র ২৪ বলে। তাতে প্রাইমের রান যায় পাহাড় চুড়ায়।

তাড়া করতে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শাইনপুকুর। এরপর অমিত হাসানের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি। অপরাজিত সেঞ্চুরি করলেও সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে কোনো উপায় ছিল না। ১২৩ বলে সর্বোচ্চ ১০৪ রানে অপরাজিত ছিলেন অমিত। 

দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে মোহাম্মদ ইলিয়াসের ব্যাট থেকে। এ ছাড়া ইরফান শুক্কুর ২৭, আকবর আলী ১০, রবিউল হক ১২ ও নাঈম আহমেদ ১৬ রান করেন। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান মাহমুদ। ৩ উইকেট নেন নাজমুল ইসলাম অপু। 

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়