ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসনকে রেখে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ৩ মে ২০২৪   আপডেট: ২৩:০০, ৩ মে ২০২৪
নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসনকে রেখে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

ঘরের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দলে চমক হিসেবে আছেন নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। ২০১৫ বিশ্বকাপের ফাইনালে খেলা এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্রের দলটিকে নেতৃত্ব দিবেন ৩১ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান মোনাঙ্ক প্যাটেল। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে দলে জায়গা পেয়েছেন পেসার আলি খান। এছাড়া আছেন যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সৌরভ নেথ্রালভাকার, অ্যারন জোন্স ও দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী উদ্বোধনী ব্যাটসম্যান স্টিভেন টেলর। কানাডার বিপক্ষের সিরিজে অভিষেক হওয়া অফ স্পিনার মিলিন্দ কুমারও জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্র রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা, পাকিস্তান, ভারত ও আয়ারল্যান্ডের মতো দল। ২ জুন ডালাসে কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ৬ জুন পাকিস্তানের বিপক্ষে, ১২ জুন ভারতের বিপক্ষে ও ১৪ জুন শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড:
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হরমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক, স্টিভেন টেলর ও শায়ান জাহাঙ্গীর।

রিজার্ভ:
গজানন্দ সিং, জুয়ানয় ড্রিসডেল ও ইয়াসির মোহাম্মদ।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়