ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নতুন পরিচয়ে রুবেল হোসেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৪ মে ২০২৪   আপডেট: ১৯:৫৬, ৪ মে ২০২৪
নতুন পরিচয়ে রুবেল হোসেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে রুবেল হোসেন এখন অনেক দূরে। ঘরোয়া ক্রিকেটেও খুব একটা সুযোগ মেলে না। খেলোয়াড় ক্যারিয়ার প্রায় শেষের দিকে। ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগেই যা টুকটাক খেলছেন। এছাড়া তার অখণ্ড অবসর। সেই সময়টাকে কাজে লাগাতেই রুবেল বেছে নিয়েছেন নতুন পরিচয়।

জাতীয় দলের পেসার ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন শনিবার। ‘রুবেল এক্সপ্রেস’ নামে ইয়ামাহা ব্র্র্যান্ডের মোটরসাইকেল শো-রুম দিয়েছেন। রাজধানীর বারিধারার ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে বিশাল জায়গা নিয়ে ইয়ামাহা ব্র্যান্ডের শো-রুম এবং সঙ্গে সার্ভিস পয়েন্ট দিয়েছেন।

সন্ধ্যায় এই শো রুম উদ্বোধন করেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময়ে স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ এবং সাব্বির রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়