ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অজেয় রিয়ালের সামনে দৃঢ়প্রত্যয়ী বায়ার্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ৮ মে ২০২৪   আপডেট: ২০:২০, ৮ মে ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সফল দল রিয়াল। যে কোনো দলের বিপক্ষে ফেভারিট তারা। এদিকে ঐতিহ্যের হিসেবে বায়ার্ন মিউনিখকেও পিছিয়ে রাখার কারণ নেই। দুই দল আজ মুখোমুখি হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায়।

এই ম্যাচে রিয়াল বেশ এগিয়ে থাকবে নিঃসন্দেহে। দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে তারা। চলতি মৌসুমের সবটা জুড়ে মাত্র দুটি ম্যাচে হেরেছে তারা। দুটিই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। তবে সেটা লা লিগা জয়ে কোনো বাঁধা হতে পারেনি। এখন তাদের ভাবনায় কেবল চ্যাম্পিয়ন্স লিগ।

এই আসরে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল। তাদের ধারেকাছেও কেউ নেই। রেকর্ড ১৭ বার ফাইনাল খেলা দলটির সামনে আজ আরও একবার ইতিহাসে দিকে এগিয়ে যাওয়ার পালা। সব রেকর্ড সংখ্যাকে আরেক ধাপ বাড়িয়ে নেওয়াই এখন দলটির ধ্যান-জ্ঞান জুড়ে।

আরো পড়ুন:

রিয়ালের তুলনায় বায়ার্ন কিছুটা পিছিয়ে থাকবে অবশ্যই। জার্মান বুন্দেসলিগায় গত তিন মাসে পাঁচটি ম্যাচ হেরেছে তারা। মাঝে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়ও হেরেছিল লাৎসিওর মাঠে। ফিরতি লেগে ঘুরে দাঁড়ানো জয়ে দলটির আত্মবিশ্বাস জোড়া লেগেছে বটে, কিন্তু আগের হারের ক্ষত কিছুটা রয়ে গেছে ঠিকই। 

তবে বড় দলের বিপক্ষে বায়ার্ন কতটা ভয়ঙ্কর সেটা প্রথম লেগেই রিয়ালকে বুঝিয়ে দিয়েছিল। বায়ার্নের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা অবশ্য রিয়ালের দিকে কিছুটা হেলে আছে। একক ম্যাচ হিসেবে মোট ২৭ বার দেখা হয়েছে তাদের, যার ১২টি জিতেছে রিয়াল, ১১টি জয় বায়ার্নের, বাকি চারটি ড্র। ঘরের মাঠে সবশেষ সাতবারের দেখায় ছয়টিতেই জয়ী রিয়াল, অন্যটি ড্র।

খেলোয়াড়দের মধ্যে লড়াইটা হবে ভিনিসিউস জুনিয়র ও হ্যারি কেইনের মধ্যে। এবারের আসরে ভিনিসিউস জালের দেখা পেয়েছেন পাঁচবার, অ্যাসিস্ট চারটি। এদিকে একের পর এক ম্যাচে গোলের পর গোল করে চলেছেন কেইন। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলেও জড়িয়ে কেইনের নাম। কিলিয়ান এমবাপ্পের সমান আটটি গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার। 

দুই দলের কোচদের মধ্যে রেকর্ডের হাতছানি বায়ার্নের টমাস টুখেলের সামনে। আজ জিততে পারলে প্রথম কোচ হিসেবে ভিন্ন তিন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার কীর্তি গড়বেন টুখেল। আর প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি (৫ বার) ফাইনাল খেলার রেকর্ডটি আগে থেকেই কার্লো আনচেলত্তির। এবার সেটা বাড়িয়ে সুযোগ।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়