ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড, চূড়ান্ত হলো ১০ দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৮ মে ২০২৪   আপডেট: ১৩:৪২, ৮ মে ২০২৪
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড, চূড়ান্ত হলো ১০ দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। রোববার (৫ মে) এই আসরের গ্রুপিং ও সূচি ঘোষণা করা হয়েছিল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০টি দল। তবে ৮টি দল চূড়ান্ত হলেও দুই দল বাকি ছিল। অবশেষে সেটাও নির্ধারিত হলো। দুই গ্রুপে পঞ্চম দল হিসেবে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

মঙ্গলবার (৭ মে) আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে শ্রীলঙ্কা স্কটল্যান্ডকে হারাতেই পূরণ হয়েছে শূন্যস্থান। বাছাইপর্বের রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে স্কটিশ নারীরা। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে থাকছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডের সঙ্গী শ্রীলঙ্কা।

অক্টোবরের ৩ তারিখ শুরু হবে এবারের আসর। খেলা হবে ঢাকা ও সিলেটে। ৩ অক্টোবর মিরপুরে বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ওই দিন বেলা ৩টায় মিরপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আরো পড়ুন:

দুই গ্রুপের ম্যাচগুলো হবে দুই ভিন্ন ভেন্যুতে। ‘এ’ গ্রুপের সব ম্যাচ হবে সিলেটে। ‘বি’ গ্রুপের সব ম্যাচ হবে মিরপুরে। একই সঙ্গে দুই ভেন্যুতে হবে দুই সেমিফাইনাল। এরপর ২০ অক্টোবর ফাইনাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাছাইপর্বের ফাইনালে চামারি আতাপাত্তুর সেঞ্চুরিতে ভরে করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে শ্রীলঙ্কা। ১৩ চার ও ৪ ছক্কায় ৬৩ বলে ১০২ রান করেন আতাপাত্তু। রান তাড়ায় নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা।

বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সময়-সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু সময়
৩ অক্টোবর  বাংলাদেশ–স্কটল্যান্ড   মিরপুর সন্ধ্যা ৭টা
৫ অক্টোবর বাংলাদেশ–ইংল্যান্ড     মিরপুর সন্ধ্যা ৭টা
৯ অক্টোবর   বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ মিরপুর বেলা ৩টা
১২ অক্টোবর  বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা  মিরপুর সন্ধ্যা ৭টা

 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়