ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

তিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৮ মে ২০২৪  
তিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাবর

শুক্রবার থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে তিনটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। একটি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়, একটি সবচেয়ে বেশি ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়া ও একটি ৪০০০ রানের মাইলফলক ছোঁয়ার।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়:
আয়ারল্যান্ড সিরিজে মাত্র একটি জয় পেলেই অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় পাওয়ার রেকর্ড গড়বেন বাবর। বর্তমানে ৪৪ জয় নিয়ে উগান্ডার ব্রিয়ান মাসাফার সঙ্গে যৌথভাবে আছেন শীর্ষে।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়া:
অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ ও বাবর বর্তমানে ৭৬ ম্যাচ নিয়ে এই তালিকায় আছেন শীর্ষে। শুক্রবার মাঠে নামার মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটি দেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়বেন পাকিস্তানের অধিনায়ক।

আরো পড়ুন:

একমাত্র পাকিস্তানি হিসেবে ৪ হাজার রান:
টি-টোয়েন্টিতে বাবরের বর্তমান রান সংখ্যা ৩ হাজার ৮২৩। আয়ারল্যান্ড সিরিজে তিনি ১৭৭ রান করতে পারলেই প্রথম পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন। আর ২১৫ রান করতে পারলে বিরাট কোহলিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন বাবর।

কোহলি ৪০৩৭ রান নিয়ে শীর্ষে ও রোহিত শর্মা ৩৯৭৪ রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। এরপরেই রয়েছেন বাবর।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়