বাবরকে চ্যালেঞ্জ সাবেক পাকিস্তানি ক্রিকেটারের
পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমের খেলার ধরণ নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে। তিনি শুধু জিম্বাবুয়ের সঙ্গেই পারেন উল্লেখ করে খোঁচা মেরে বা ব্যাঙ্গ করে সমর্থকদের একাংশ তাকে ডাকেন জিম্বাবর বলে। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও তুললেন একই অভিযোগ। তিনি বাবরকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
বাসিত আলী দাবি করেছেন, বড় দলের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য নেই বাবরের। পাকিস্তান অধিনায়কের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বাসিত বাবরকে চ্যালেঞ্জ দিয়েছেন, তিনি যদি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের মতো ছোট দল ছাড়া বড় কোনো দলের বিপক্ষে পরপর ৩ বলে ৩টি ছক্কা হাঁকাতে পারেন, তাহলে বাসিত তার ইউটিউব চ্যানেলই বন্ধ করে দেবেন।
নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আয়ারল্যান্ড বা আমেরিকা নয়, বাবর যদি বড় কোনো দলের বিরুদ্ধে পরপর তিনটি ছক্কা মারতে পারে, তাহলে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিবো। বাবর আমার এই চ্যালেঞ্জ নিয়ে দেখাক। ও যদি বিশ্বকাপে এই কাজ করে দেখাতে না পারে, তাহলে ওর ওপেন করা উচিত নয়।’
বাবর ভক্তরা অবশ্য বাসিতের এ কথাকে পাত্তা দিতে নারাজ। তাদের দাবি, আলোচনায় থাকতেই নাকি বাবরকে নিয়ে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৫০টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ খেলবে পাকিস্তান। প্রথম সিরিজটি খেলবে আইরিশদের বিপক্ষে। শুক্রবার শুরু হবে এই সিরিজ। পাঁচ দিনের মধ্যে তিন ম্যাচের সিরিজটি শেষ করে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিবে পাকিস্তান। সফরে চারটি টি-টোয়েন্টি খেলবে তারা।
ঢাকা/বিজয়