হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে টানা চারটিতে হেরে ইতোমধ্যে বাংলাদেশ সিরিজ খুইয়েছে। ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিগার সুলতানা জ্যোতিদের জন্য এটি বড় ধাক্কা।
এবার বাংলাদেশের লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো। সিলেটে বৃহস্পতিবার (০৯ মে, ২০২৪) চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
জয়ের খোঁজে মরিয়া বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলাম পিংকি বাদ পড়েছেন। গত ম্যাচে হাবিবার অভিষেক হয়েছিল বাংলাদেশের জার্সিতে। একাদেশে এসেছে সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা। ভারত নেমেছে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই।
বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, রুবায়া হায়দার ঝিলিক, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, শরীফা খাতুন, ফারিহা তৃষ্ণা, রিতু মনি ও ঝর্ণা আক্তার।
ভারত একাদশ:
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, হেমালতা, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, সাজানা, পূজা বস্ত্রকার, আশা সোবহানা, তিতাস সাধু ও রাধা যাদব।
রিয়াদ/আমিনুল