ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

১০ ওভার শেষে

তানজীদ-সৌম্যে দিশেহারা জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১০ মে ২০২৪   আপডেট: ১৯:০০, ১০ মে ২০২৪
তানজীদ-সৌম্যে দিশেহারা জিম্বাবুয়ে

ইনিংসের সপ্তম ওভার। সৌম্য সরকার খেলেছেন মাত্র ১১ বল। তাতে রান মাত্র ৭! অপর প্রান্তে তখন তানজীদ হাসান তামিমের ঝড় চলছে। আর কত দেরি? এবার সৌম্যও শুরু করলেন। সপ্তম ওভারের পঞ্চম বলে দৃষ্টিনন্দন রিভার্স সুইপে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন সৌম্য। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১০ মে, ২০২৪) টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। লিটন দাসের পরিবর্তে ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা সৌম্য আর এই সিরিজে অভিষেক হওয়া তানজীদ জুটি শুরু থেকে খেলছেন দুর্দান্ত। পাওয়ার প্লেতে দুজনে কোনো উইকেট না হারিয়ে তোলেন ৫৭ রান। চলতি সিরিজে এর আগে সর্বোচ্চ আসে ৪২ রান। 

তানজীদ টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় ফিফটির দেখা পেলেন। মাত্র ৩৪ বলে ৭টি চার ও ১টি ছয়ের মারে ফিফটির দেখা পান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯০ রান।

আরো পড়ুন:

আর ১২ রান করলেই জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ ১০২ রান ছিল। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ ১২৪ রান করে, আয়ারল্যান্ডের বিপক্ষে। 

৩৬ বলে তানজীদ ৫২ ও সৌম্য ২৪ বলে ২৫ রানে ব্যাট করছেন। ৫১ রানে তানজীদ জীবন পান, এখন দেখার বিষয় কতদূর যেতে পারেন।

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়