ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

গিল-সুদর্শনের জোড়া সেঞ্চুরিতে গুজরাটের রান পাহাড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ১০ মে ২০২৪  
গিল-সুদর্শনের জোড়া সেঞ্চুরিতে গুজরাটের রান পাহাড়

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শুক্রবার (১০ মে, ২০২৪) রাতে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করলেন গুজরাটের সাই সুদর্শন ও শুভমান গিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাদের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৩১ রান করেছে গুজরাট। জিততে চেন্নাইকে করতে হবে ২৩২ রান।

উদ্বোধনী জুটিতে সুদর্শন ও গিল ১৭.১ ওভারে তোলেন ২১০ রান। এরপর সুদর্শন আউট হন। যাওয়ার আগে ৫১ বলে ৫টি চার ও ৭ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলে যান। ২১৩ রানের মাথায় ফেরেন গিলও। তিনিও করে যান সেঞ্চুরি। ৫৫ বলে ৯টি চার ও  ৬ ছক্কায় করেন ১০৪ রান। সেখান থেকে ডেভিড মিলার অপরাজিত ১৬ ও শাহরুখ খান ২ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ৩ উইকেটে ২৩১ পর্যন্ত নিয়ে যান।

বল হাতে গুজরাটের ২টি উইকেট নেন তুষার দেশপান্ডে। শাহরুখ হন রানআউট।

আরো পড়ুন:

আজকের ম্যাচে গুজরাট জিতলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে অষ্টম স্থানে উঠে আসবে। আর চেন্নাই জিতলে প্লে’অফে যাওয়ার দৌড়ে এগিয়ে যাবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়