চেন্নাইকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইলো গুজরাট
প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে গুজরাট টাইটান্সের সামনে জয়ের কোনো বিকল্প ছিলো না। এমন ম্যাচে ঘরের মাঠে দারুণ খেললো গুজরাট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিলো শুভমান গিলের দল। ৩৫ রানে অনায়াস জয় পেয়েছে তারা।
শুক্রবার (১০ মে) আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাই সুদর্শন ও শুভমান গিলের জোড়া শতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে গুজরাট। জবাব দিতে নেমে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই।
ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন সুদর্শন ও গিল। গিল ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ১০৪ রান করে আউট হন। অন্য ওপেনার সুদর্শন ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫১ বলে ১০৩ রান করে তুষার দেশপান্ডের বলে শিবম দুবের হাতে ধরা পড়েন।
এছাড়া ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৩ বলে ২ রান করে রান-আউট হন শাহরুখ খান। চেন্নাইয়ের তুষার দেশপান্ডে ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
জবাব দিতে নেমে ড্যারিল মিচেল ও মঈন আলী বাদে চেন্নাইয়ের আর কোনো ব্যাটসম্যান তেমন কিছু করতে পারেননি। মিচেল ৩৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন। মইন ৩৬ বলে ৫৬ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। শেষবেলায় ধোনি ১১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া ১৩ বলে ২১ রান করেন শিবম দুবে। ১০ বলে ১৮ রান করেন রবীন্দ্র জাদেজা। বাকিদের মধ্যে রাহানে ১, রাচিন ১, রুতুরাজ ০ ও স্যান্টনার ০ রানে আউট হন। ৩ রানে নট-আউট থাকেন শার্দুল।
গুজরাটের মোহিত শর্মা ৩১ রানে ৩টি উইকেট দখল করেন। ৩৮ রানে ২টি উইকেট নেন রশিদ খান। ১টি করে উইকেট নেন উমেশ যাদব ও সন্দীপ ওয়ারিয়র। উইকেট পাননি কার্তিক ত্যাগী ও নূর আহমেদ। ম্যাচের সেরা হন শুভমান গিল।
ঢাকা/বিজয়