পাঁচ বিশ্বকাপ খেলা ওচোয়াকে ছাড়াই কোপায় মেক্সিকো

মেক্সিকোর ইতিহাসে কিংবদন্তির আসন দখল করে আছেন গুইলারমো ওচোয়া। পাঁচটি বিশ্বকাপে দারুন দক্ষতায় সামলিয়েছেন মেক্সিকোর গোলপোস্ট। অথচ সেই ওচোয়ার জায়গা হলো না কোপা আমেরিকার দলে। কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই কোপার জন্য ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন মেক্সিকো কোচ জাইমে লোজানো।
শুক্রবার (১০ মে) ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেন কোচ লোজানো। সেখানে জায়গা হয়নি ৩৯ বছর বয়সী ওচোয়ার। তার সঙ্গে বাদ পড়েছেন রাউল হিমিনেজ ও হারভিং লোজানোর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। এই দলে বেশিরভাগ খেলোয়াড় যুব দলের।
২০০৫ সালে মেক্সিকো জাতীয় দলে অভিষিক্ত ওচোয়া জাতীয় দলের হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন।গোলকিপার হিসেবে মেক্সিকোর হয়ে তার চেয়ে বেশি ম্যাচ কেউ খেলেননি। ২০০৬ থেকে সর্বশেষ বিশ্বকাপ পর্যন্ত মোট পাঁচটি বিশ্বকাপে মেক্সিকো দলে ছিলেন ওচোয়া। সর্বশেষ তিনটি বিশ্বকাপেও (২০২২, ২০১৮, ২০১৪) ছিলেন মেক্সিকোর গোলপোস্ট ভরসার নাম।
‘বি’ গ্রুপ থেকে ২২ জুন জ্যামাইকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে মেক্সিকো। এই গ্রুপে মেক্সিকোর বাকি দুই প্রতিদ্বন্দ্বী ভেনেজুয়েলা ও ইকুয়েডর।
মেক্সিকো স্কোয়াড:
গোলকিপার: লুইস মালাগন, হুলিও গঞ্জালেস, রাউল র্যানগেল।
ডিফেন্ডার: জর্জ সানচেজ, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, হোয়ান ভাসকুয়েজ, জর্জ ওরোজোকো, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস।
মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, জর্ডান কারিল্লো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, রবার্তো আলভারদো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ।
ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, গুইলারমো মার্টিনেজ, সান্তিয়াগো হিমিনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।
ঢাকা/বিজয়