ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বসুন্ধরার ঘরে প্রিমিয়ার লিগের শিরোপা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১১ মে ২০২৪   আপডেট: ২০:১৪, ১১ মে ২০২৪
বসুন্ধরার ঘরে প্রিমিয়ার লিগের শিরোপা

শিরোপা উদযাপনে ডেভিড আলাবার চেয়ার সেলিব্রেশন দেখেছেন নিশ্চয়ই। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আলাবার সেই সেলিব্রেশনেই মাতলেন বিশ্বনাথ ঘোষ। মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।

টানা পঞ্চম শিরোপা জিতে বসুন্ধরা কিংস গড়েছে অনন্য ইতিহাস। যে কারণেই শিরোপা উদযাপনে বিশ্বনাথের ভিন্ন কিছু করার চেষ্টা। তাতে যোগ দিলেন বাকিরাও। দক্ষিণ এশিয়ার শীর্ষ লিগের দলগুলোর মধ্যে বসুন্ধরা কিংসই প্রথম দল যারা টানা পঞ্চমবার শিরোপা জিতলো।

ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের জোড়া গোলে বসুন্ধরা নিশ্চিত করেছে শিরোপা। অন্যদিকে মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন মিনহাজুল সাকিব। গোলের একাধিক সুযোগ এর আগে-পরে দুই দলই তৈরি করেছিল। কিন্তু ফিনিশিংয়ের দূর্বলতায় কোনো দলই গোল করতে পারেনি।

এবারের লিগে বসুন্ধরা কিংস একটি ম্যাচই হেরেছিল মোহামেডানের কাছে। আজ সেই সম্ভাবনাও উঁকি দিচ্ছিল। কিন্তু বসুন্ধরার দাপটে মোহামেডান আজ বিজয়ের হাসি হাসতে পারেনি। লিগের ম্যাচ বাকি এখনও তিনটি। তবুও ধরাছোঁয়ার বাইরে বসুন্ধরা কিংস। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। যেখানে মোহামেডানের পয়েন্ট ২৮, আবাহনীর ২৬।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগে যাত্রা শুরুর পর থেকে একক আধিপত্য বসুন্ধরা কিংসের। ২০১৯ সালে প্রথমবার লিগ শিরোপা ঘরে তোলে দলটি। এরপর চলছে তাদের শিরোপা রথ। এই মৌসুমে তাদের ট্রেবল জয়ের সুযোগও আছে।

স্বাধীনতা কাপের পর তাদের শোকেসে এখন প্রিমিয়ার লিগের শিরোপা। ফেডারেশন কাপেও তারা সেমি ফাইনালে উঠেছে। ফেডারেশন কাপের শিরোপা জিতলে তাদের ট্রেবল নিশ্চিত হয়ে যাবে।  

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়