ঢাকা     রোববার   ২৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১২ ১৪৩১

জার্সি খোলার জন্যও সময় নেননি সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১২ মে ২০২৪   আপডেট: ২১:৩০, ১২ মে ২০২৪
জার্সি খোলার জন্যও সময় নেননি সাকিব

জাতীয় দলের জার্সি গায়ে ব্যাট হাতে অনুশীলনে সাকিব || ছবি: রাইজিংবিডি

আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। অপেক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সারার। সেটি শেষ হতে সাকিব আল হাসানের গন্তব্য মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট সেডিয়ামের সেন্টার উইকেট! 

বাউন্ডারি লাইনের পাশে অপেক্ষমান গণমাধ্যমগুলোর ক্যামেরার ফোকাস বদলে মুহুর্তেই সাকিবের দিকে চলে যায়। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচের দিন রোববার (১২ মে) দুপুরের দৃশ্য এটি।  

সাকিবের গায়ে একটু আগেই ছিল ম্যাচের জার্সি। এটি পরিবর্তনের জন্যও একটু সময় নেননি বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে থ্রোয়ার আর জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। অনুশীলনের শুরুটা একটু ধীর হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাওয়ার হিটিংয়ে মনোযোগ দেন। 

আরো পড়ুন:

সতীর্থরা যখন ব্যাগ-পত্র গুছিয়ে বিদায় নিতে ব্যস্ত, সাকিব তখন নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছেন। ঘন্টাব্যাপী পাওয়ার হিটিং অনুশীলনের পর সাকিব মিনিট কয়েকের বিশ্রাম নেন।

উপস্থিত গণমাধ্যমকর্মীরা যখন ভাবছিলেন, এবার বুঝি শেষ হলো, তখনই ভাবনায় জল ঢেলে সাকিব হাঁটতে থাকেন সেন্টার উইকেটের দিকে। এবার অবশ্য লম্বা হয়নি ব্যাটিং সেশন। কিছুক্ষণ পাওয়ার হিটিংয়ের অনুশীলন করে সাকিব ড্রেসিংরুমে চলে যান।

জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে ছিলেন না সাকিব। ঢাকা লিগে খেলে প্রথমবার সেঞ্চুরির দেখাও পেয়েছিলেন। শেষ দুই টি-টোয়েন্টিতে খেললেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। প্রথম ম্যাচে নেমেই ১ রানে আউট, দ্বিতীয় ম্যাচে আসে ১৭ বলে ২১ রান।

সামনে বিশ্বকাপ, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ সাকিব চাইবেন নিজের সেরাটা দিয়েই শেষটা রাঙাতে। তাই হয়তো ব্যাট হাতে সেরাটুকু দেওয়ার তাড়না থেকে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন একটু সময় পেয়েই। 

ব্যাট হাতে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি, তবে বল হাতে ছিলেন উজ্জ্বল। প্রথম ম্যাচে শেষ ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন, সব মিলিয়ে নেন ৪ উইকেট। আজ বল হাতে মাত্র ৯ রান দিয়ে নেন ১ উইকেট। 

ব্যাট হাতে ছন্দে না থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রয়েছে পূর্ণ আস্থা, ‘তার (সাকিবের) ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন নাই। আমরা সবাই জানি উনি কতটা দক্ষ এবং আমি খুবই আত্মবিশ্বাসী যে সামনে যে টুর্নামেন্ট বা সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবে।’ 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়