ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

চেন্নাইর সামনে মামুলি টার্গেট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১২ মে ২০২৪  
চেন্নাইর সামনে মামুলি টার্গেট

পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা রাজস্থান রয়্যালসের ব্যাটিংটা ভালো হলো না। আজ রোববার (১২ মে, ২০২৪) এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে তারা করেছে ১৪১ রান। ১৪২ রান করলেই জিতে যাবে চেন্নাই।

চেন্নাইর বিপক্ষে আজ ছন্দহীন ব্যাটিং করে রাজস্থান। ৪৩ রানের মাথায় যশস্বী জয়সওয়ালের উইকেট হারায় রাজস্থান। তিনি ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন। ৪৯ রানের মাথায় জস বাটলারের উইকেট হারায় তারা। তিনি ২ চারে ২১ রান করেন।

সেখান থেকে সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ দলীয় সংগ্রহকে টেনে নেন ৯১ পর্যন্ত। এই রানের সময় সঞ্জু ফিরেন ১৫ রান করে। এরপর রিয়ান ও ধ্রুব জুরেলের ব্যাটে ১৯.১ ওভারে ১৩১ পর্যন্ত যায় রাজস্থান। এই রানে জুলের ফিরেন ১ চার ও ২ ছক্কায় ২৮ রান করে। কিন্তু রিয়ানের ব্যাটে শেষ পর্যন্ত ১৪১ পর্যন্ত যায় রাজস্থান। তিনি ৩৫ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৪৭ রানের ইনিংস খেলে।

বল হাতে সিমারজিত সিং ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। তুষার দেশপান্ডে ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ২টি উইকেট।

চেন্নাই আজ জয় পেলে প্লে’অফে এক পা দিয়ে রাখবে। আর রাজস্থান জিতলে প্লে’অফ নিশ্চিত করবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়