দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে বিশাল টার্গেট দিলো আয়ারল্যান্ড

প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়া আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে বিশাল টার্গেট দিয়েছে। ডাবলিনে আজ রোববার (১২ মে, ২০২৪) টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছে। জিতে সিরিজে সমতা ফেরাতে পাকিস্তানকে করতে হবে ১৯৪ রান।
ব্যাট করতে নেমে ২৯ রানে প্রথম ও ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। অধিনায়ক পল স্টার্লিং ১১ ও অ্যান্ডি বালবিরনি ১৬ রান করে আউট হন। সেখান থেকে হ্যারি টেক্টর ও লরকান টাকার ৬২ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ৯৬ রানের মাথায় ভাঙে এই জুটি। এ সময় টেক্টর ফিরেন ৪ চারে ৩২ রানের ইনিংস খেলে।
এরপর কুর্টিস ক্যাম্ফারের সঙ্গে চতুর্থ উইকেটে দলীয় সংগ্রহে ৪১ রান যোগ করেন লরকান। ১৩৭ রানের মাথায় ক্যাম্ফার আউট হলে ভাঙে এই জুটি। তিনি ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২২ রান করে যান।
১৫৪ রানে গিয়ে জোড়া উইকেট হারায় আইরিশরা। এ সময় জর্জ ডকরেল ১৫ ও লরকান ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে আউট হন। ১৬৫ রানে মার্ক অ্যাডায়ার (৯) আউট হওয়ার পর গ্যারেথ ডিলানি ১০ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৯৩ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে পাকিস্তানের সেরা ছিলেন শাহীন আফ্রিদি। তিনি ৪ ওভারে ৪৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। আব্বাস আফ্রিদি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২টি উইকেট।
ঢাকা/আমিনুল