দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। তাদের বিশ্বকাপ দলে রাখা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার কলিন আকারমান ও রোয়েলফ ফন ডের মারউয়িকে। তাদের পরিবর্তে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। দলে এসেছেন বাহাতি স্পিনার টিম প্রিঙ্গল ও হার্ট হিটার উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লেভিট।
লেভিট গেল ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে নামিবিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তিনি ৬২ বলে ১১টি চার ও ১০ ছক্কায় খেলেছিলেন ১৩৫ রানের ইনিংস।
এই বিশ্বকাপেও নেদারল্যান্ডসকে যথারীতি নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান স্কট অ্যাডওয়ার্ডস। আছেন তারকা অলরাউন্ডার বাস ডি লিড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেপাল।
৪ জুন নেপালের বিপক্ষের ম্যাচ দিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ৮ জুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৩ জুন তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। আর ১৭ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল:
স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্ল্যাসেন, লোগান ফন বিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ফন মিকেরেন, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।
ভ্রমণ রিজার্ভ: কাইল ক্লেইন।
ঢাকা/আমিনুল