ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মায়ামিতে ডি মারিয়ার সুযোগ দেখছেন না মার্টিনো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৩ মে ২০২৪   আপডেট: ২৩:০৬, ১৩ মে ২০২৪
মায়ামিতে ডি মারিয়ার সুযোগ দেখছেন না মার্টিনো

গুঞ্জন রয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়া ইন্টার মায়ামিতে যাবেন। সেখানে লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন। কিন্তু মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির কোচ টাটা মার্টিনো সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

‘হ্যাঁ, এরকম গুঞ্জন রয়েছে। আমার মনে হয় ডি মারিয়ার যোগ্যতা নিয়ে আমার নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। সত্যি বলতে কি দল বদল মৌসুম শুরু হতে এখনও প্রায় দুই মাস বাকি। আমি আসলে ইন্টার মায়ামিতে তাকে আনার কোনো উপায় দেখছি না। এরকম কিছু আমি ভাবতেও পারছি না। আমার মনে হয় এর বেশি কিছু আমার বলার প্রয়োজন পড়বে না।’

কোপা আমেরিকায় খেলার পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন ডি মারিয়া। তবে পর্তুগীজ ক্লাব বেনফিকার সঙ্গে এখনও তার চুক্তি রয়েছে। সেটার মেয়াদ শেষ হলে ৩৬ বছর বয়সী এই তারকার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না তারা। ভবিষ্যতে আর্জেন্টাইন এই ফুটবলার কোথায় যাবেন সেটা এখনও পরিস্কার নয়।

আরো পড়ুন:

ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ১৩২ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। আর অ্যাসিস্ট করেছেন ২৭টি। আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি ২০২২ বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জিতেন। তিনটি টুর্নামেন্টের ফাইনালেই তিনি গোল করেছিলেন।

তিনি সময়ের সেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে খেলেছেন। রোনালদোর সঙ্গে রিয়ালে তিনি ১৬৬ ম্যাচ খেলে গোল করেন ২৮টি। অন্যদিকে মেসির সঙ্গে ১৩৪ ম্যাচ খেলে গোল করেন ১৫টি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়