ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

সোসিয়েদাদকে হারিয়ে বার্সেলোনার তিন পয়েন্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১৪ মে ২০২৪   আপডেট: ০৯:১৮, ১৪ মে ২০২৪
সোসিয়েদাদকে হারিয়ে বার্সেলোনার তিন পয়েন্ট

লা লিগার শিরোপা আগেই হাতছাড়া হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে পড়তে হয়েছে। লিগের বাকি ম্যাচগুলোতে তাই কোনো চাপের কারণ নেই বার্সেলোনার জন্য। মাঠেও সেটাই দেখালো জাভি হার্নান্দেজের দল। গোছানো ফুটবলে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা।

সোমবার রাতে লা লিগার ম্যাচে (১৩ মে) শুরুতে চমৎকার ফিনিশিংয়ে লামিনে ইয়ামাল দলকে এগিয়ে নেন। এরপর ম্যাচের যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।

ম্যাচের শুরুতে অবশ্য অতোটা সুবিধা করে উঠতে পারেনি বার্সেলোনা। ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে আসে জাভির দল। ম্যাচে প্রথম সুযোগটি অবশ্য পায় সোসিয়েদাদ। তবে কাজে লাগাতে পারেনি। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতরে বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মারেন শেরালদো বেকার।

আরো পড়ুন:

২৭তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় বার্সেলোনা। পায়ের কারিকুরিতে সামর্থ্যের ঝলক দেখিয়ে ছোট ডি-বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। কিন্তু ডিফেন্ডার পাকেচু শেষ মুহূর্তে স্লাইড করে পা ছোঁয়ালে শট নিতে পারেননি তিনি।

৩১তম মিনিটে বেশ দূর থেকে হেডে গোলের চেষ্টা করেন রবার্ট লেভানডোভস্কি। তাকে হতাশ করেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো। সাত মিনিট পর রাফিনিয়ার দূরপাল্লার শট ফেরে পোস্টে লেগে। ফিরতি বলে ইলকাই গিনদোয়ানের শট যায় ক্রসবারের অনেকটা ওপর দিয়ে।

অবশেষে ৩৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লেভানডোভস্কির থ্রু পাস পেয়ে গিনদোয়ান খুঁজে নেন ইয়ামালকে। আড়াআড়ি শটের চমৎকার ফিনিশিংয়ে তরুণ এই ফরোয়ার্ড বল পাঠান জালে। লা লিগার চলতি আসরে এটি তার পঞ্চম গোল।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে গোল মিসের মহড়া। অবশেষে ৮৮তম মিনিটে মেলে গোলের দেখা। রাফিনিয়ার ফ্রি কিক লাগে আলভারো অদ্রিওসোলার হাতে। ভিএআরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথার স্পট কিকে জাল খুঁজে নেন রাফিনিয়া।

এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসলো বার্সেলোনা। ৩৫ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে ৭৬ পয়েন্ট বার্সেলোনার। ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে জিরোনা। আগেই শিরোপা নিশ্চিত করা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯০।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়