ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৪ মে ২০২৪   আপডেট: ১৭:২৯, ১৪ মে ২০২৪
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

বাংলাদেশ সময় আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যথারীতি নাজমুল হোসেন শান্তকেই দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। আর চমক হিসেবে সহ-অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা। ১৩ জুন তৃতীয় ম্যাচে কিংসটাউনে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের বিপক্ষে লড়বে শান্ত-তাসকিনরা।

তারিখ  মুখোমুখি   সময় ভেন্যু
৮ জুন, ২০২৪ বাংলাদেশ-শ্রীলঙ্কা সকাল ৬.৩০ ডালাস
১০ জুন বাংলাদেশ-দ. আফ্রিকা রাত ৮.৩০ নিউ ইয়র্ক
১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস রাত ৮.৩০ কিংসটাউন
১৭ জুন বাংলাদেশ-নেপাল ভোর ৫.৩০ কিংসটাউন

   
             
         
         

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়