ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রাবেয়া-ফারিহার ৪ উইকেট, জাসিয়ার ফিফটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২০ মে ২০২৪  
রাবেয়া-ফারিহার ৪ উইকেট, জাসিয়ার ফিফটি

রূপালি ব্যাংক ক্রিকেট ক্লাব || ফাইল ছবি

একদিন বিরতির পর আবার মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। ভিন্ন দলের হয়ে রাবেয়া খান-ফারিহা তৃষ্ণা পেয়েছেন ৪ উইকেট। তিন ম্যাচে একমাত্র ফিফটি করেন জাসিয়া আক্তার।

আজ সোমবার (২০ মে, ২০২৪) বিকেএসপি’র ৪ নম্বর মাঠে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রিকেট ক্লাব। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৫৮ রানে অলআউট হয় জাবিদ আহসান ক্লাব। তাড়া করতে নেমে মাত্র ৭.১ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপালী ব্যাংক। 

আরো পড়ুন:

রূপালী ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ইশমা তানজীম। এর আগে রাবেয়ার তোপে  আসা-যাওয়ার মিছিলে কোনোমতে ৫০ পার করে জাবিদ আহসান ক্লাব। সর্বোচ্চ ২১ রান করেন এশা রহমান। রাবেয়া একাই নেন ৪ উইকেট, ৯ ওভারে মাত্র ৭ রান দেন তিনি। 

তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে উড়িয়ে দেয় মোহামেডান। টস জিতে ব্যাটিং করতে নেমে ৮২ রানে অলআউট হয় সিটি। তাড়া করতে নেমে জাসিয়া আক্তারের ফিফটিতে ৯ উইকেটে জেতে মোহামেডান। জাসিয়া ৩৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। 

এর আগে ফারিহার তোপে এক’শর কাছাকাছি গিয়ে অলআউট হয় সিটি। সর্বোচ্চ ২৪ রান করেন গার্গি সুনীল। ১৩ রান করেন ফেরদৌসী, ১১ রান করেন মিশু খান। আর কেউ দুই অংকের ঘর পেরোতে পারেননি। ফারিহা ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট। 

১ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে গুলশান ইউথ ক্লাব। টস জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয় কলাবাগান। সর্বোচ্চ ৩৬ রান করে আসে ফাতেমতুজ জোহরা-জান্নাতুল ফেরদৌসির ব্যাট থেকে। গুলশানের হয়ে ৩ উইকেট নেন বাবিতা মিনা।

তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় গুলশান। ৩৯ রান করে অপরাজিত ছিলেন একা মল্লিক। সর্বোচ্চ ৪৯ রান করেন নিপা আক্তার।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়