ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সবার পর বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২৫ মে ২০২৪  
সবার পর বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হতে বেশিদিন বাকি নেই। অথচ পাকিস্তানের দল ঘোষণা নিয়ে জল্পনা কল্পনার অবসান শেষ হচ্ছিল না।

আইসিসির কাছে ৩০ এপ্রিলের ভেতরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু নিজেরা আনুষ্ঠানিকভাবে সেই দল ঘোষণা করেনি। ২৬ মে পর্যন্ত চাইলেই সেই দলে পরিবর্তন আনা যেত। সেই সুযোগটি কাজে লাগিয়ে দল ঘোষণায় সময় নেয় গত বিশ্বকাপের রানার্সআপরা।

শেষ দল হিসেবে শুক্রবার (২৪ মে) পাকিস্তান ঘোষণা করেছে বিশ্বকাপের দল। কোনো চমক নেই। বাবর আজমকে অধিনায়ক করেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল সাজিয়েছে।

আরো পড়ুন:

অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকেও ১৫ সদস্যের দলে রেখেছে তারা। ২০১৬ সালের পর আমির এই প্রথম আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন। ইমাদ সর্বশেষ খেলেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

বাবর, রিজওয়ানসহ মোট ৮ ক্রিকেটার সর্বশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপেও খেলেছেন। ফলে পাকিস্তানের স্কোয়াডে কোন চমক থাকবে না তা প্রত্যাশিতই ছিল।

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অপেক্ষায় সায়েম আইয়ুব, আব্বাস আফ্রিদি, উসমান খান, আজম খান, আবরার আহমেদ। দল নির্বাচনে পাকিস্তান পেস বোলিংয়ে বেশ গুরুত্ব দিয়েছে। পাঁচ বিশেষজ্ঞ পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে তারা।

আগামী ৬ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।

পাকিস্তান বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, ফাখার জামান, আজম খান, উসমান খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

ইয়াসিন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়