ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

আইপিএলে ইতিহাস গড়লেন নারিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৭ মে ২০২৪   আপডেট: ১৩:১১, ২৭ মে ২০২৪
আইপিএলে ইতিহাস গড়লেন নারিন

আইপিএলে নতুন এক ইতিহাস গড়েছেন সুনীল নারিন। ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৭ বছরের ইতিহাসে এই কীর্তি গড়তে পারেননি আর কেউ।

২০২৪ আসরে নারিন ব্যাট হাতে ৪৮৮ রান ও বল হাতে ১৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার- এমভিপি)। এ নিয়ে তৃতীয়বারের মতো সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন তিনি। আইপিএলের ইতিহাসে নারিন ছাড়া আর কেউ এই কীর্তি গড়তে পারেননি।

২০১২ সালে আইপিএলে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিয়ান এই তারকার। অভিষেক মৌসুমে বল হাতে ২৪ উইকেট নিয়ে এমভিপি হন। এরপর ২০১৮ সালে ব্যাট হাতে ৩৫৭ ও বল হাতে ১৭ উইকেট নিয়ে আরও একবার হন এমভিপি।

এবার বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের তৃতীয় শিরোপা জেতান তিনি। নিজে জিতেন তৃতীয়বারের মতো টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়