ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মাত্র ৯ খেলোয়াড়, মাঠে নামতে হবে কোচিং স্টাফদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২৭ মে ২০২৪   আপডেট: ১৬:০৩, ২৭ মে ২০২৪
প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মাত্র ৯ খেলোয়াড়, মাঠে নামতে হবে কোচিং স্টাফদের

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে বাংলাদেশ সময় আগামী ২ জুন সকালে। আর ৬ জুন সকালে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। ২৯ মে নামিবিয়ার বিপক্ষে ও ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

কিন্তু তাদের বিশ্বকাপ দলের বেশ কিছু খেলোয়াড় আইপিএলের কোয়ালিফায়ার ও ফাইনালে খেলায় নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৯ জন খেলোয়াড়কে পাচ্ছে ক্যাঙ্গারুরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পূর্ণ দলকে পাবে না তারা।

আইপিএলে খেলা খেলোয়াড়দের ভারত থেকে দেশে ফেরার সুযোগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশে ফিরে তারা পরিবারের সাথে দুই-একদিন কাটিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন। সেক্ষেত্রে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনরা দেরিতে যাবেন যুক্তরাষ্ট্রে।

আরো পড়ুন:

অন্যদিকে অধিনায়ক মিচেল মার্শ তার হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। বোলিং করার মতো অবস্থায় যেতে তার আরও একটু সময় লাগবে। তবে তিনি ব্যাটিং করতে পারবেন।

তাই নামিবিয়া ও উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কোচিং স্টাফদের নামাতে হবে ফিল্ডিংয়ে। সেক্ষেত্রে সাপোর্ট স্টাফ ব্রাড হজ, প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, জাতীয় দলের নির্বাচক জর্জ বেইলি ও আন্দ্রে ব্রোভেককেও মাঠে নামতে হতে পারে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়