ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমিতে এক পা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ২৯ মে ২০২৪   আপডেট: ২১:৫১, ২৯ মে ২০২৪
ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমিতে এক পা বাংলাদেশের

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ। আজ বুধবার (২৯ মে, ২০২৪) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে ৫টি লোনাসহ ৫৯-১৯ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জল করেছে কোচ আবদুল জলিলের শিষ্যরা। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আরদুজ্জামান, মিজানুর, আল-আমিনরা প্রথমার্ধেই ৩৫-২ পয়েন্টে এগিয়ে যায়। প্রথম ম্যাচের নৈপূণ্যের ধারাবাহিকতা রেখে আজও ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। তরুণ এই রেইডার প্রতিপক্ষের কাছ থেকে আনেন ১৮ পয়েন্ট।

শুরু থেকেই ইন্দোনেশিয়াকে চেপে ধরেন স্বাগতিক খেলোয়াড়রা। ষষ্ঠ মিনিটেই প্রথম লোনা তুলে নেয় তারা। ম্যাচ জুড়ে বাংলাদেশ এতটাই প্রভাব বিস্তার করে খেলেছে যে বাংলাদেশের পয়েন্ট যখন ২৫, তখন মাত্র ১ পয়েন্ট পায় আসিয়ান দেশটি। স্বাগতিকরা প্রথমার্ধে লোনা পায় তিনটি, দ্বিতীয়ার্ধে আরও ২টি। এর আগে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, তাতে ৩ ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট ৬, আর টানা দুই জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের মুখ দেখল ইন্দোনেশিয়া, তাতে ৩ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৪।

নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে হারালেই বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করবে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ মে, ২০২৪) সকাল ১০টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন:

টানা তিন ম্যাচ জিতে দারুণ খুশি বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচ শেষে কোচ জানান, ‘আমরা পরিকল্পনামাফিক টুর্নামেন্টে খেলছি। তিন ম্যাচ জিতলেও সেমিফাইনাল এখনো নিশ্চিত হয়নি। তবে আমরা আশাবাদী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখব। দল যেভাবে খেলছে পুরো টুর্নামেন্ট জুড়েই এটা অব্যাহত রাখবে দল।’

টানা তিন ম্যাচে সহজ জয়ে আত্মবিশ্বাসী জলিল অবশ্য পা মাটিতেই রাখছেন, ‘টানা তিন ম্যাচে সহজ জয় পেলেও গত দুই ম্যাচের চেয়ে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আরেকটু প্রতিদ্বন্দ্বীতা আশা করেছিলাম। সামনে আরও ম্যাচ এখনো বাকি আছে। দলকে অতি আত্মবিশ্বাসী হলেও চলবে না। আমরা স্বাগতিক শিবির। টানা তিনবারের চ্যাম্পিয়ন। চতুর্থবারও আমরা চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’

চতুর্থ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশের কোচ আব্দুল জলিল। তিনি বলেন, ‘পোল্যান্ডের খেলা আমরা দেখেছি। আমার কাছে ভালো দলই মনে হয়েছে। তারা মালয়েশিয়ার মতো দলকে হারিয়েছে। আমরা টানা তিন ম্যাচে সহজ জয় পেলেও আত্মতৃপ্তিতে ভুগছি না। কারণ, গ্রুপপর্বে এক ম্যাচ হেরে গেলেই সেমির পথ কঠিন হয়ে যাবে। আমরা এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছি না। পোল্যান্ডকে হারিয়ে প্রথমে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর গ্রুপ চ্যাম্পিয়নের হিসাব নিয়ে ভাবব।’ 

ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচসেরা রেইডার মিজানুর রহমান বলেন, ‘তিন ম্যাচে দ্বিতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলাম। আমি নিজের পারফরম্যান্সে খুশি। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে চাই। দলকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে চাই।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়