১৪ বছর পর মোহামেডান রানার্স-আপ
গুরুত্বপূর্ণ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে ১৪ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্স-আপ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বুধবার (২৯ মে, ২০২৪) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম লিগের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে আবাহনীকে। এই দুই দলকে পেছনে ফেলে আগেই লিগ শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস।
১৮ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে কিংস হয় চ্যাম্পিয়ন। সমান ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে মোহামেডান রানার্স-আপ। আর ৩২ পয়েন্ট নিয়ে আবাহনী হয় তৃতীয়।
অবশ্য আজ মাঠে নামার আগে আবাহনী ও মেহামেডানের মোট পয়েন্ট ছিল ৩২। ম্যাচের ১৩ মিনিটের মাথায় আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো রোচা হেডে গোল করে এগিয়ে নেন দলকে। তবে ২৯ মিনিটের মাথায় মোহামেডানের আরিফ হোসেন গোল করে সমতা ফেরান। আর দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আরিফ তার জোড়া গোল পূর্ণ করে মোহামেডানকে ২-১ ব্যবধানের জয় উপহার দেন। তাতে ১৪ বছর পর প্রিমিয়ার লিগে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে সাদা-কালো শিবির।
এর আগে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে রানার্স-আপ হয়েছিল মতিঝিলের ক্লাবটি। সে হিসেবে রানার্স-আপের ট্রেবল জিতলো তারা।
ঢাকা/আমিনুল