ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

চোটাক্রান্ত ডি ইয়ংকে নিয়ে নেদারল্যান্ডসের ইউরো দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৩০ মে ২০২৪  
চোটাক্রান্ত ডি ইয়ংকে নিয়ে নেদারল্যান্ডসের ইউরো দল

চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে নেদারল্যান্ডসের মাঝমাঠের অন্যতম ভরসা ফ্রেঙ্কি ডি ইয়ং। অনেকেই ধরে নিয়েছিল আসন্ন ইউরোতে তার খেলা হবে না। তবে শঙ্কা উড়িয়ে তাকে রেখেই ইউরোর দল ঘোষণা করলেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান।

বুধবার (২৯ মে) ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোমান। জার্মানিতে অনুষ্ঠেয় আসরের জন্য সপ্তাহ দুয়েক আগে ৩০ জনের প্রাথমিক দল দিয়েছিল ডাচরা। সেখান থেকে চার জন কমিয়ে বুধবার চূড়ান্ত দল ঘোষণা করা হয়। দলে নেই কোনো চমক। সব পরিচিত মুখই থাকছেন।

ইউরোতে ‘ডি’ গ্রুপে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ পোল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়া। ৬ ও ১০ জুন কানাডা ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ডাচরা। এরপর পা বাড়াবে জার্মানির উদ্দেশে।

আরো পড়ুন:

নেদারল্যান্ডস ইউরো দল:

গোলরক্ষক: জাস্টিন বিজলো, মার্ক ফ্লেকেন, বার্ট ভারব্রুগেন

ডিফেন্ডার: নাথান অ্যাকে, ডেলি ব্লাইন্ড, স্টেফান ডি ভ্রিজ, লুৎশারেল গিরট্রুইডা, ডেনজিল ডামফ্রিজ, ম্যাথিজ ডি লিগট, জেরেমি ফ্রিম্পং, মিকি ভ্যান ডি ভেন, ভার্জিল ভ্যান ডাইক

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি জং, রায়ান গ্রেভেনবার্চ, তেউন কুপমেইনার্স, তিজানি রেইজন্ডারস, জের্ডি শউটেন, জাভি সিমন্স, জোই ভিরম্যান, জর্জিনিও উইজনাল্ডাম

ফরোয়ার্ড: স্টিভেন বার্গজিন, ব্রায়ান ব্রবে, মেমফিস ডিপে, কোডি গ্যাকপো, ডনিয়েল ম্যালেন, ওয়াউট ওয়েঘহর্স্ট

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়