ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ আসরের ১১ সেঞ্চুরিয়ান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৩০ মে ২০২৪   আপডেট: ১৭:০৬, ১ জুন ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ আসরের ১১ সেঞ্চুরিয়ান

২০০৭ সালে মাঠে গড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। দেখতে দেখতে শনিবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের নবম আসর। ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ৮ আসরে রেকর্ড হয়েছে ভুরি ভুরি। কিন্তু সেঞ্চুরি হয়েছে মাত্র ১১টি।

প্রথম আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন ক্রিস গেইল। ২০১৬ সালে তিনি হাঁকান আরও একটি সেঞ্চুরি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি রয়েছে কেবল তার।

এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ২০১২ সালে ব্যক্তিগত সর্বোচ্চ ১২৩ রানের ইনিংস খেলেন। যেটা এখনও ছুঁতে পারেনি কেউ। তাদের দুজন ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন- আলেক্স হেলস, আহমেদ শেহজাদ, রাইলি রুশো, গ্লেন ফিলিপস, তামিম ইকবাল, জস বাটলার, সুরেশ রায়না ও মাহেলা জয়াবর্ধনে।

আরো পড়ুন:

চলুন তাদের ইনিংসগুলো এক নজরে দেখে নেওয়া যাক:-

ব্যাটসম্যান ইনিংস প্রতিপক্ষ সাল
ব্রেন্ডন ম্যাককালাম (নিউ জিল্যান্ড) ১২৩ (৫৮) বাংলাদেশ ২০১২
ক্রিস গেইল (উইন্ডিজ) ১১৭ (৫৭) দক্ষিণ আফ্রিকা ২০০৭
আলেক্স হেলস (ইংল্যান্ড) ১১৬* (৬৪) শ্রীলঙ্কা ২০১৪
আহমেদ শেহজাদ (পাকিস্তান) ১১১* (৬২) বাংলাদেশ ২০১৪
রাইলি রুশো (দ. আফ্রিকা) ১০৯ (৫৬) বাংলাদেশ ২০২২
গ্লেন ফিলিপস (নিউ জিল্যান্ড) ১০৪ (৬৭) শ্রীলঙ্কা ২০২২
তামিম ইকবাল (বাংলাদেশ) ১০৩* (৬৩) ওমান ২০১৬
জস বাটলার (ইংল্যান্ড) ১০১* (৬৭) শ্রীলঙ্কা ২০২১
সুরেশ রায়না (ভারত) ১০১ (৬০) দ. আফ্রিকা ২০১০
ক্রিস গেইল (উইন্ডিজ) ১০০* (৪৮) ইংল্যান্ড ২০১৬
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ১০০ (৬৪) জিম্বাবুয়ে ২০১০

 

 

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়