ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আরও একটি বিশ্বকাপ খেলার প্রত্যাশা সাকিবের 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৩১ মে ২০২৪   আপডেট: ১৩:১১, ৩১ মে ২০২৪
আরও একটি বিশ্বকাপ খেলার প্রত্যাশা সাকিবের 

ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে তার শেষ মঞ্চ। সেই হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সাকিবের শেষ বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মহাযজ্ঞ শুরুর আগে সাকিব জানালেন আরও একটি বিশ্বকাপ খেলার কথা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে  সাকিব নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন। সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা সাকিব বলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।’ 

‘আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে’-আরও যোগ করেন সাকিব। 

আরো পড়ুন:

ভিডিওতে সাকিব নানা প্রশ্নের উত্তর দেন। অধিকাংশই বিশ্বকাপ সম্পর্কিত। তার মধ্যে একটি প্রশ্ন ছিল মজার। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা দেশটিকে দ্বিতীয় বাড়ি তথা সেকেন্ড হোম উল্লেখ করে প্রশ্নটি করা হয়। হাসতে হাসতে এই প্রশ্নের উত্তর দেন সাকিব। 

‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাব কি না বলা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাব। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’

সবগুলো আসরে খেলা সাকিব বল হাতে এখন পর্যন্ত ৩৬ ম্যাচের ৩৫ ইনিংসে বল করে ১৮.৬৩ গড়ে নিয়েছেন ৪৭ উইকেট। রানও দিয়েছেন অল্প। ইকোনোমি রেট মাত্র ৬.৭৮। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় কেউই নেই সাকিবের আশেপাশে।

তবে নিজের নাম নয় দেশের হয়ে অবদান রাখতে চান সাকিব, ‘আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’

ঢাকা/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়