ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচেও কি বৃষ্টি বাগড়া দিবে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ৩১ মে ২০২৪   আপডেট: ১৯:৫১, ৩১ মে ২০২৪
বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচেও কি বৃষ্টি বাগড়া দিবে?

বৃষ্টি আর ঝড়ো আবহাওয়ার কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেসে যায়। আগামীকাল শনিবার (০১ জুন, ২০২৪) রাতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে শান্ত-সাকিবরা। ফাইন টিউনিংয়ের জন্য এই ম্যাচটি ভারত ও বাংলাদেশ উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

কিন্তু প্রশ্ন হচ্ছে এই ম্যাচেও কি বৃষ্টি হানা দিবে? আবহাওয়ার রিপোর্ট কি বলছে?

তবে আবহাওয়ার রিপোর্ট ক্রিকেটপ্রেমীদের খুশি হওয়ার মতো। আগামীকাল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ক্রিকেট খেলার জন্য আদর্শ একটি আবহাওয়া থাকবে।

দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রির মধ্যে থাকবে। ঘণ্টায় ১৫ কিলোমিটার গতির মৃদ্যুমন্দ বাতাস থাকবে। তাতে করে বোলাররা কিছুটা সুবিধা পাবেন। দিনের অধিকাংশ সময় আকাশ পরিস্কার থাকবে। আকাশে মাত্র ১১ শতাংশ মেঘ থাকতে পারে দিনে। রাতের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

শনিবার নাসাউ কাউন্টিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। তাও সকালে। রাাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪ শতাংশ। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৩৬ থেকে ৫৪ শতাংশ। অর্থাৎ ক্রিকেটা খেলা কিংবা দেখার জন্য দারুণ একটি আবহাওয়া থাকবে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়