হোটেলের ডাইনিংয়ে গাভাস্কার-বাবরের সাক্ষাতে কী কথা হলো
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ডালাসে পাকিস্তান দলের সঙ্গে অবস্থান করছেন অধিনায়ক বাবর আজম। একই শহরে অবস্থান করছেন ধারাভাষ্য প্যানেলের অন্যতম সদস্য ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ডালাসের একটি হোটেলের ডাইনিংয়ে অন্যরকম এক সাক্ষাৎ হয় গাভাস্কার ও পাকিস্তানের বাবরের মধ্যে। দুজনের সাক্ষাতের মুহুর্তের ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।
১৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় হাসিমুখে দুজনে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। এ সময় একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাদের। একটি মুহুর্তে দেখা যায় গাভাস্কার কী যেন বলছেন আর বাবর তা সতর্কতার সঙ্গে শুনছেন। একটি পর্যায়ে বাবরকে হাসতে দেখা যায়।
৬ জুন সকাল সাড়ে ৯টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান। এর দুই দিন পরই হবে দলটি আসল পরীক্ষা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৯ জুন মুখোমুখি হবে বাবর আজমের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান ১০ বার মুখোমুখি হয়েছে। একবার ছাড়া প্রত্যেকবারই হেরেছে পাকিস্তান। ২০২১ সালে পাকিস্তান একমাত্র জয় পেয়েছিল ১০ উইকেটে।
রিয়াদ/আমিনুল