সেমির স্বপ্নে আশাবাদী রশিদ, ভাবনায় স্বাভাবিক খেলা
আইসিসির যে কোনো ইভেন্টেই ‘ডাক হর্স’ আফগানিস্তান। যে কোনো দলের জন্যেই তারা বিপজ্জনক। আগের সবকটি আসরে নিজেদের প্রমাণ করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। এবারও নিজেদের প্রমাণ করতে মরিয়া আফগানিস্তান দেখছে সেমিফাইনালের আশা। তবে প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না বলে জানালেন দলটির তারকা খেলোয়াড় রশিদ খান।
আগামীকাল মঙ্গলবার (৪ জুন) উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডার মুখোমুখি হবে তারা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন রশিদ।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসরে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে আফগানিস্তান। একই গ্রুপে আছে দুই পরাশক্তি নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে আগেই এসব নিয়ে বেশি ভাবতে চান না রশিদ। স্বাভাবিক খেলাতেই মনোযোগী এই তারকা।
রশিদ বলেন, ‘আমরা যদি কিছুটা শান্ত থাকতে পারি, তাহলে সেটা খেলায় কাজে দিবে। আমরা নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে ক্ষতিটা নিজেদের। আমরা শুধু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার ব্যাপারে ভাবছি। সে ক্ষেত্রে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে আমরা সেরাটা দিতে পারব।’
‘আগে আমাদের ব্যাটিংয়ে কিছুটা ভুগতে হতো। তখন বোলাররা অবদান রাখতো পরে আমরা তরুণ ব্যাটসম্যানদের পেলাম। তারা যেভাবে জাতীয় দলে এসেছে, কঠোর পরিশ্রম করেছে এবং তরুণ বয়সে আফগানিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়েছে। তারা বিশ্বজুড়ে নানান লিগ খেলছে। যেখানে নিজেদের আরও উন্নতি করতে পারছে।’-যোগ করেন রশিদ
আফগানিস্তানের গ্রুপ নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞের বাজি, ওয়েস্ট ইন্ডিজ বা নিউ জিল্যান্ডকে টপকে আফগানরাই নাম লেখাবে সেরা আটে। তবে আপাতত সেটি নিয়ে ভাবছেন না রাশিদ। তবে আশাও হারাচ্ছেন না, ‘কিছু মানুষ বলেছেন, সেমিফাইনালে যাবে আফগানিস্তান। এটিকে আমরা খুবই ইতিবাচক দিক হিসেবে দেখি। এটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার।’
ঢাকা/বিজয়