ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বার্বাডোজে বাজে অভিজ্ঞতার শিকার অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৩ জুন ২০২৪   আপডেট: ২০:০২, ৩ জুন ২০২৪
বার্বাডোজে বাজে অভিজ্ঞতার শিকার অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

ফাইল ছবি

বৃহস্পতিবার ব্রিজটাউনে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে বার্বাডোজে আসার সময় বাজে অভিজ্ঞতার সম্মুখীন হন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

তাদের ফ্লাইট শিডিউলে গণ্ডগোল হয়। তাতে একরাত লস এঞ্জেলেসে কাটাতে হয়। এরপর আরও এক রাত কাটাতে হয় মায়ামিতে। এরপর এলেমেলো ঝড়ো হাওয়ায় তাদের বিমান অবতরণের সময়ও সমস্যা হয়। শুধু তাই নয়, বার্বাডোজ বিমানবন্দরে তাদের লাগেজ হারিয়ে যায়। 

পেসার প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও তাদের লাগেজ হারিয়ে ফেলেন। যদিও সেটা বেশ দেরিতে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে অ্যাস্টন অ্যাগারের হারিয়ে যাওয়া কিট ব্যাগ পরে এতোটাই দেরি করে তার কাছে পৌঁছানো হয় যে, তিনি অনুশীলন মিস করেন।

আরো পড়ুন:

ওমানের পর শনিবার (০৮ জুন, ২০২৪) দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। ১২ জুন লড়বে দারুণ ছন্দে থাকা নামিবিয়ার বিপক্ষে। আর ১৬ জুন শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়