ফারুকির প্রথম ফাইফারের দিনে পরিসংখ্যানের যত খুঁটিনাটি

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে উগান্ডাকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে আফগানিস্তান। এই ম্যাচে ৫ উইকেট শিকারের মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফারের দেখা পেয়েছেন আফগান পেসার ফজল হক ফারুকি। এছাড়াও আরও কিছু পরিসংখ্যান জেনে নেওয়া যাক।
১৫৪
উগান্ডার বিপক্ষে উদ্বোধনী জুটিতেই ১৫৪ রান সংগ্রহ করেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটি বিশ্বকাপে এখন পর্যন্ত আফগানদের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি।
২১
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত শুরুর পাওয়ারপ্লেতে (১-৬ ওভার) যেকোনো দলের সর্বনিম্ন রান ২১। যা আজ আফগানিস্তানের বিপক্ষে উগান্ডার সংগ্রহ।
৭
আফগানিস্তানের বিপক্ষে উগান্ডার শুরুর তিন ব্যাটার রান করেছেন যথাক্রমে ৪, ৪ ও ০। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৭ম বার এমন হলো যেখানে কোনো দলের টপ অর্ডারের ৩ ব্যাটার ৪ বা এর কম রানে আউট হয়েছেন।
৪
উগান্ডার বিপক্ষে আফগানদের এই জয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানে জয়ের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। বিশ ওভারের এই আসরে সর্বোচ্চ রানের জয়টি এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানে জয়ের তালিকায় শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। তারা কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালে জিতেছিল ১৭২ রানের ব্যবধানে। এরপর দুইয়ে আছে আফগানিস্তান, ১৩০ রানের জয় স্কটল্যান্ডের বিপক্ষে। তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারাও স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিলে ১৩০ রানের ব্যবধানে ২০০৯ বিশ্বকাপে।
ঢাকা/বিজয়