ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

১০৬ রানেই অলআউট নেপাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ৪ জুন ২০২৪   আপডেট: ০০:০৩, ৫ জুন ২০২৪
১০৬ রানেই অলআউট নেপাল

টস হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের বোলিং আক্রমণের বিপক্ষে শুরু থেকেই ধুঁকছিল নেপাল। ১৩.২ ওভারে ৬৬ রান তুলতেই হারিয়ে বসেছিল ৬ উইকেট। সেখান থেকে নেপালকে টানছিলেন টেল এন্ডাররা। কিন্তু বেশিদূর নিতে পারেননি দলীয় সংগ্রহকে। ১৯.২ ওভারে নেপাল অলআউট হয় ১০৬ রানে। জিততে নেদারল্যান্ডসকে করতে হবে ১০৭ রান।

ডাচদের বোলিং তোপের মুখে সর্বাচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন রোহিত পাউডেল। করন কেসি করেন ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান। এছাড়া গুলসান ঝা ১৪ ও অনিল শাহ করেন ১১ রান।

বল হাতে লোগান ফন বিক ৩.২ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। টিম প্রিঙ্গল ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট। পল ফন মিকেরেন ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। এবং বাস ডি লিড ৪ ওভারে ১ মেডেনসহ ২২ রান দিয়ে নেন ২ উইকেট। 

টেল এন্ডাররা টানছেন নেপালকে:

৬৬ রানেই ৬ উইকেট হারানো নেপালকে টানছেন টেল এন্ডাররা। তাদের ব্যাটে শতরানের দিকে এগিয়ে যাচ্ছে নেপাল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে রাইনোসরা।

ব্যাটিংয়ে ধুঁকছে নেপাল:

নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ধুঁকছে নেপাল। পাওয়ার প্লে’তে তারা ২ উইকেট হারিয়ে তোলে মাত্র ২৯ রান। এরপর ১০ ওভারে যেতে তারা হারায় আরও ২ উইকেট। ১০ ওভারে শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৫৩ রান।

৪০ রানের মাথায় পিঙ্গলের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে লোগান ফন বিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অনিল শাহ। ২ চারে ১১ রান আসে তার ব্যাট থেকে। ৫২ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় তারা। এবার পল ফন মিকেরেনের বলে মিড অফে ম্যাক্স ও’ডাউডের হাতে ধরা পড়েন কুশল মাল্লা। ১ চারে ৯ রান করেন তিনি।

একাদশ ওভারের চতুর্থ বলে দলীয় ৫৩ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় হিমালয়ের দেশটি। নতুন ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আইরিকে আউট করেন বাস ডি লিড। ৬ বল খেলে ১ রান করেন তিনি।

পাওয়ার প্লে’তে ২৯ রান তুললো নেপাল:

টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে ২ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে নেপাল। ১০ রানেই তারা প্রথম উইকেট হারায়। টিম প্রিঙ্গলের বলে ভিভিয়ান কিংমার হাতে ক্যাচ দিয়ে আউট হন আসিফ শেখ (৪)। ১৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় তারা। এবার লোগান ফন বিকের বলে এলবিডব্লিউ হন কুশল ভুর্টেল (৭)।

টস জিতে ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস:

বৃষ্টির কারণে আধা ঘণ্টা পর হলো নেদারল্যান্ডস ও নেপালের ম্যাচের টস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় হয় টস। টস জিতেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাঠ ভেজা থাকায় ম্যাচ শুরু হতে দেরি হয় আরও আধাঘণ্টা। বাংলাদেশ সময় রাত ১০টার পর শুরু হয় ম্যাচ।

নেপালের একাদশ:
কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), অনিল সাহ, কুশল মাল্লা, রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সাগর ধাকাল ও অবিনাশ বোহারা।

নেদারল্যান্ডসের একাদশ:
ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, বিক্রমজিৎ সিং, স্কট এডওয়ার্ডস (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), তেজা নিদামানুর, বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, টিম প্রিংলে, পল ফর মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

বৃষ্টিতে বিলম্বিত নেপাল-নেদারল্যান্ডস ম্যাচের টস:

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেপাল ও নেদারল্যান্ড। ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখনও টস হয়নি। বৃষ্টিতে বিলম্বিত হচ্ছে এই ম্যাচের টস।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়