একশ বলের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার শাহিনের
একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে ওয়েলস ফায়ারের হয়ে এবারও খেলার কথা ছিল পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির। তবে এই আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানি পেসার। পরিবারকে সময় দিবেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতবছর ওয়েলস ফায়ারের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন শাহিন। ছয় ম্যাচে খেলে শিকার করেন ছয়টি উইকেট।পরবর্তীতে তাকে এই বছর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকে রিটেইন করে দলটি। কিন্তু নিজ থেকেই শাহিন সরে গেলেন।
এ প্রসঙ্গে শাহীন বলেন, ‘ওয়েলস ফায়ারের হয়ে এই বছর খেলতে না পারার জন্য আমি দুঃখিত। আমি গতবছর দ্যা হান্ড্রেড অনেক উপভোগ করেছিলাম এবং কার্ডিফে ফিরতে চেয়েছিলাম। আমি মাইক হাসি (দলের কোচ) এবং পুরো দলকে ২০২৪ আসরের জন্য শুভকামনা জানাচ্ছি।’
এরইমধ্যে শাহীনের বদলি খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির নাম ঘোষণা করেছে ওয়েলস ফায়ার৷ তবে মেজর লিগে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে খেলার কারণে শুরু থেকে দ্যা হান্ড্রেডে তার খেলা অনিশ্চিত।
শাহীন না খেললে চার পাকিস্তানি ক্রিকেটার খেলবেন দ্য হান্ড্রেডে। মাঠ মাতাবেন নাসিম শাহ, হারিস রউফ, উসামা মির ও ইমাদ ওয়াসিমরা।
ঢাকা/বিজয়