ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৫ জুন ২০২৪   আপডেট: ১২:০৩, ৫ জুন ২০২৪
বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে এখনো মূল পর্বের ম্যাচে মাঠে নামেনি পাকিস্তান। তার আগেই বড় ধাক্কা খেলো বাবর আজমের দল। সাইড স্ট্রেনের ইনজুরির কারণে আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে পাচ্ছে না তারা। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার।

আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচে ইমাদের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের দলপতি বাবর আজম। বাবর বলেন, ‘ইমাদ সাইড স্ট্রেনে ভুগছেন। তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন না।’

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় ইমাদকে পাকিস্তান পাবে কিনা সেটা নির্ভর করেছে ইনজুরির অবস্থার ওপর। তবে ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে বাকি ম্যাচে পাওয়া নিয়ে আশাবাদী বাবর, ‘যদিও ইমাদ প্রথম ম্যাচ খেলবে না, তবে আমরা আশা করি বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী ভারতের। ৯ জুনের সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ইমাদের ব্যাপারে আশাবাদী পাকিস্তান শিবির। এরপর একদিন বিরতি দিয়ে ১১ জুন কানাডার বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়