অস্ট্রেলিয়ায় ভীত নয় ওমান
আইসিসির যেকোনো আসরেই অঘটন দেখা যায় হরহামেশা। এখানে কোনো দলকে পিছিয়ে রাখার সুযোগ নেই। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তো অস্ট্রেলিয়াকে গোনায়ই ধরছে না আইসিসির সহযোগী দেশ ওমান। ওমানের অধিনায়ক সাফ বলে দিয়েছেন, বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর ওমান একই।
বৃহস্পতিবার (০৬ জুন) বার্বাডোজের কেনসিংটন ওভালে সকাল সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তৃতীয়বার বিশ্বকাপ খেলতে আসা ওমান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ওমান অধিনায়ক আকিব ইলিয়াস স্পষ্ট করেই বলেছেন, বিশ্বকাপের মঞ্চে ওমান আর অস্ট্রেলিয়া একই।
ওমান অধিনায়ক বলেছেন, ‘একবার মাঠে নামলে, কোনো নামই বড় নয়। মাঠে আপনার চেয়ে বড় কেউ নেই। এটা আরেকটা ম্যাচের মতো, আমার মনে হয় না আমরা কোনো অসাধারণ কারও বিপক্ষে খেলতে যাচ্ছি। আমার খেলোয়াড়দের গিয়ে বলতে হবে না, তোমরা মিচেল স্টার্কের বিপক্ষে খেলবে।’
‘কোনো শীর্ষ ব্যাটসম্যান কিংবা বোলারের বিপক্ষে খেলতে গেলে এটা এরই মধ্যে আপনার মাথায় চলে আসে। ম্যানেজমেন্ট ইতিবাচক আছে। কোচ ইতিবাচক আছেন, তিনি বলেছেন তাদের (অস্ট্রেলিয়ার) নামও মুখে নেওয়ার প্রয়োজন নেই।’- আরও যোগ করেন আকিব।
ওমান অধিনায়ক আরও বলেছেন, ‘এটা শুধুই একটা দল, আমরা ও তারা একই জায়গায় আছি। আমার বিশ্বকাপে কোয়ালিফাই করেছি, তারাও করেছে। একটা দল তো চ্যাম্পিয়ন হবে, তো এটা খুব বেশি পার্থক্য তৈরি করবে না।’
কাগজে-কলমে হিসেব করলে দেখা যায়, অস্ট্রেলিয়ার ধারেকাছেও নেই ওমান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর গত বছরই ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এছাড়াও বর্তমানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নারী ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া।
মাঠের লড়াইকে সমান চোখে দেখলেও অস্ট্রেলিয়ার অর্জনকে সমীহ করছেন ওমান অধিনায়ক, ‘তারা অতীতে যা করেছে, তার জন্য আমার তাদের সম্মান জানাই। এ কারণে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত। কোনো সন্দেহ নেই, তারা বড় নাম।’
ঢাকা/বিজয়