ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

বন্যার্তদের ৩৮ লাখ টাকা অনুদান দিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৫ জুন ২০২৪  
বন্যার্তদের ৩৮ লাখ টাকা অনুদান দিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড

আফগানিস্তানের বাঘলান ও বাদাখশান প্রদেশে আকস্মিক বন্যায় এ পর্যন্ত ৩১৫ জনের মৃত্যু হয়েছে। হাজারো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশু পানিতে ভেসে গেছে। বন্যা কবলিত দুই প্রদেশের হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে। এমন সময় তাদের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও জাতীয় দলের ক্রিকেটাররা। বন্যার্তদের সহযোগিতায় ২.২৭ মিলিয়ন আফগানিস অনুদান দিয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৮ লাখ টাকা।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত নগর উন্নয়ন ও গৃহায়ণ মন্ত্রী শেখ হামদুল্লাহ নোমানির হাতে এই অনুদান তুলে দেন জাতীয় দলের খেলোয়াড় রহমত শাহ জারমাতি ও কায়েস আহমদ।

জাতীয় দলের খেলোয়াড় ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ ও প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন এসিবি ও ক্রিকেটারদের এমন বদান্যতা অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে। তিনি সাধারণ জনগন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংগঠক ও আর্থিক প্রতিষ্ঠানকে বন্য দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহব্বান জানান।

আরো পড়ুন:

বন্যর্তদের জন্য তহবিল সংগ্রহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হামদুল্লাহ নোমানিকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়