ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সাত দিনের ব্যবধানে আবার সিংহাসনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ৫ জুন ২০২৪   আপডেট: ১৮:৪৭, ৫ জুন ২০২৪
সাত দিনের ব্যবধানে আবার সিংহাসনে সাকিব

মে’র শেষ দিকে শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে টি-টোয়েন্টি অলরাউন্ড র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব আল হাসান। সপ্তাহ না যেতেই আবারও শীর্ষস্থানে বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ বুধবার (০৫ জুন, ২০২৪) আইসিসির হাল নাগাদকৃত র‍্যাংকিংয়ে সাকিব শীর্ষস্থান ফিরে পান। যদিও সাকিব এর মধ্যে কোনো ম্যাচ খেলেননি। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া হাসারাঙ্গা থেকে সাকিবের পয়েন্টের ব্যবধান মাত্র ১ বেশি!

সাকিবের পয়েন্ট ২২৩। আর হাসারাঙ্গার ২২২। মাঝে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন হাসারাঙ্গা। বল হাতে ২ উইকেট নিলেও ব্যাট হাতে শুন্য মেরে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারান তিনি।

আরো পড়ুন:

সাকিবকে মাঠে নামার জন্য অপেক্ষা করতে হবে আরও দিন তিনেক। ডালাসে হাসারাঙ্গার দলের বিপক্ষেই ৮ জুন সকালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। 

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়