ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বাংলাদেশকে নিয়ে ‘উদ্বিগ্ন’ নয় শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৭ জুন ২০২৪   আপডেট: ২১:১১, ৭ জুন ২০২৪
বাংলাদেশকে নিয়ে ‘উদ্বিগ্ন’ নয় শ্রীলঙ্কা

আগের ম্যাচে মাত্র ৭৭ রান অলআউট! পরের ম্যাচে মাঠে নামার আগে যদি কেউ বলে ‘আমরা খুব একটা উদ্বিগ্ন নই’ তাহলে কি মনে হতে পারে? নির্বুদ্ধিতা নাকি আত্মবিশ্বাস? শ্রীলঙ্কা ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে যে মঞ্চে দাঁড়িয়ে সেখানে আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ খুব একটা নেই। তবে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই সিংহের দল নাকি বেশ খোশ মেজাজে।

রাত পোহালেই দুই দল ডালাসে টি-টোয়েন্টি মহারণে নামবে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের সফর শুরু হবে। শ্রীলঙ্কা খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে প্রোটিয়াদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তাদের মনোবলে চিড় ধরার কথা। কিন্তু নাহ! সিংহের দল আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশের বিপক্ষে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে। দুই দলের সবশেষ সিরিজ শ্রীলঙ্কা জিতেছে ২-১ ব্যবধানে। সিলেটে বাংলাদেশকে প্রথম ম্যাচে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ফিরে আসলেও শেষ ম্যাচে সিরিজ হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

শ্রীলঙ্কা আত্মবিশ্বাস পাচ্ছে সিলেটের সাফল্য থেকেই। দলের ব্যাটিং কোচ থিলানা কান্ডাবি বলেছেন, ‘আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছি। সেজন্য আমরা বেশ আত্মবিশ্বাসী। আশা করছি আমরা সেই ছন্দটা এখানে বজায় রাখতে পারব।’

শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটা একপ্রকার নকআউট ম্যাচ। পরে আরও দুইটি ম্যাচ থাকলেও তখন অনেক সমীকরণ, যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে। বাংলাদেশকে নিয়ে তারা খুব একটা চিন্তিত না হলেও সাম্প্রতিক পারফরম্যান্স বড় আশা কিন্তু দেখাতে পারছে না। বিশ্বকাপ শুরুর আগে নেদারল্যান্ডসের কাছে প্রস্তুতি ম্যাচ তারা হেরেছে। এরপর প্রোটিয়াদের কাছে বিব্রতকর হার।

মাঠে নেমে ফল না পেলেও নিজেদের সামর্থ্য এবং ঐক্যে ভরসা রাখছে শ্রীলঙ্কা, ‘আমরা টুর্নামেন্টে আসার আগে শেষ দ্বিপক্ষীয় সিরিজ জিতেছি। আমরা ভালো খেলেছি। ছেলেরা আগামীকাল কি করতে হবে সবটাই জানে। আমরা তাদের শক্তি এবং দুর্বলতা নিয়ে কাজ করেছি। আশা করছি আমরা ভালো ফলই পাবো। নিজেদের শক্তি ও সামর্থ্যে আমরা বেশ আত্মবিশ্বাসী।’

বাংলাদেশ খুব ভালো অবস্থায় নেই। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে। ভারতের কাছে প্রস্তুতি ম্যাচও হেরেছে। ছন্দহীন বাংলাদেশের সুযোগটাই নিতে চায় শ্রীলঙ্কা, ‘আমরা প্রক্রিয়া মেনে খেলতে চাই। আমাদের অ্যাপ্রোচ অবশ্যই ইতিবাচক। আমরা চেষ্টা করবো এই মানসিকতা নিয়েই এগিয়ে যাওয়ার। কাউকে নিয়ে ভাবনার কিছু নেই। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলেই সাফল্য আসবে।’

প্রথম ম্যাচের আগে শ্রীলঙ্কা প্রস্তুতির তেমন সুযোগ পায়নি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছে তারা। প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব। সিংহের দল আশা করছে, এই ম্যাচ দিয়েই তারা ঘুরে দাঁড়াতে পারবে।

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়