ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

উজ্জীবিত উগান্ডা পারবে কি ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ জানাতে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৫, ৮ জুন ২০২৪  
উজ্জীবিত উগান্ডা পারবে কি ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ জানাতে?

প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডার প্রথম ম্যাচটা সুবিধার হয়নি। আফগানিস্তানের কাছে স্রেফ উড়ে যায়। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। পাপুয়া নিউগিনিকে হারিয়ে তুলে নিয়েছে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়।

উজ্জীবিত উগান্ডা এবার মুখোমুখি আয়োজক ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। উগান্ডা পারবে কি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ জানাতে?

এ নিয়ে তৃতীয়বারের মতো তারা পূর্ণ সদস্যের কোনো দলের বিপক্ষে খেলতে নামছে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে জয় পেয়েছে। আফগানিস্তানের কাছে হেরেছে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সামর্থ প্রমাণ করার পালা।

আরো পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজ অবশ্য টানা পাঁচ ম্যাচ জিতে মাঠে নামবে উগান্ডার বিপক্ষে। ঘরের মাঠে তারা ইংল্যান্ডকে হারিয়েছে। এরপর প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে। এবার উগান্ডার মুখোমুখি তারা।

দুটি দেশের পার্থক্য বোঝানোর জন্য একটি পরিসংখ্যান দেওয়া যাক। আফ্রিকার দেশ উগান্ডা এ পর্যন্ত ৯৩টি টি-টোয়েন্টি খেলেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান একাই খেলেছেন ৮৯টি টি-টোয়েন্টি।

এই ম্যাচের আগে উগান্ডার দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিং। আফগানিস্তানের বিপক্ষে তারা মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭৮ রান করতে হারিয়েছিল ৭ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা এবার কি করে দেখার বিষয়।

এই ম্যাচে পুরান আর ২৫ রান করলেই ছাড়িয়ে যাবেন গেইলের ১৮৯৯ রানের রেকর্ড। হয়ে যাবেন টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়