ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

কোহলির জুতার সমানও নয় বাবর: কানেরিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ৯ জুন ২০২৪   আপডেট: ১৮:৫৬, ৯ জুন ২০২৪
কোহলির জুতার সমানও নয় বাবর: কানেরিয়া

যুক্তরাষ্ট্রের বিপক্ষের ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলে বিরাট কোহলিকে ছাড়িয়ে যান বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হয়ে যান সর্বোচ্চ রান সংগ্রাহক। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ক্রিকেটপ্রেমীরা বারবার তুলনা করেন বিরাট কোহলির সঙ্গে। কিন্তু পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া সেটার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তার মতে কোহলির জুতার সমানও নয় বাবর। আজ রোববার (০৯ জুন, ২০২৪) ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) নামক নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এমনটাই বলেন।

কানেরিয়া বলেন, ‘বাবর যখনই কোনো সেঞ্চুরি করবে, তখনই কোহলির সঙ্গে তার তুলনা শুরু হয়ে যাবে। আসলে কোহলির জুতার সমানও নয় বাবর (বিরাট কা জুতেকে বারাবার ভি নেহি হ্যায়)। যুক্তরাষ্ট্রের বোলাররাই তাকে আটকে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের বোলারদেই সে খেলতে পারছিল না। ৪০টা উদ্ভট রান করতে না করতেই সে আউট হয়ে গেছে। তার উচিত ছিল শেষ পর্যন্ত খেলা এবং ম্যাচটা জিতে মাঠ ছাড়া। একতরফাভাবে পাকিস্তানের ম্যাচটি জিতে নেওয়া উচিত ছিল।’

ভারতের বিপক্ষে তাদের ম্যাচ নিয়ে কানেরিয়া বলেন, ‘ভারত তাদের (পাকিস্তানকে) খুব বাজেভাবে হারাবে। ভারতকে হারানোর মতো সক্ষমতা তাদের নেই। যখনই পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসে তখনই তারা তাদের বোলারদের প্রশংসা করতে থাকে। তারা বলে থাকে যে, বোলাররা তাদের জেতাবে। মূলত এ কারণেই তারা তাদের প্রথম ম্যাচটি হেরেছে।’

পাকিস্তানের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দল একটা ভাঁড়। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিরিয়াস না। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছে।’

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ